ঢাকার খামারবাড়ি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৬ষ্ঠীতে দুর্গা সংগীতের আসর

20 November 2023

ঢাকার খামারবাড়ি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৬ষ্ঠীতে দুর্গা সংগীতের আসর

২০ অক্টোবর ২০২৩ শুক্রবার ঢাকার খামারবাড়ি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের ১ম দিন ষষ্ঠীতে সন্ধ্যা ০৭.৩০ মিনিটে বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্র’র আয়োজনে সম্প্রীতির কবি কাজী নজরুল ইসলাম বিরচিত শ্রী শ্রী দুর্গা সংগীতের আসর অনুষ্ঠিত হয়।

বাঁশরীর শিল্পীগণ এতে নজরুল রচিত দুর্গাসংগীত পরিবেশন করেন। শিল্পী সুদাম কুমার বিশ্বাসের নেতৃত্বে এতে সংগীত পরিবেশন করেন শিল্পী সিদ্ধার্থ গোলদার, পরেশ পাল, মিলন পোদ্দার, মনসুর রহমান, সুমন চন্দ্র দাস, হৃদয় হোসেন, সমুদ্র সানি, রাজিয়া সুলতানা মিশি, তাপসী রায়, দীপান্তিকা গোলদার, উম্মে রুমা ট্রফি, সুমাইয়া অনি, গৌধূলী গোমেজ, পূরবী রায় ও অর্পণ প্রমুখ। বাঁশরীর আবৃত্তিশিল্পী সজীব গাজী আবৃত্তি করেন কাজী নজরুল ইসলাম রচিত কবিতা 'রক্তাম্বর-ধারিণী মা'।